মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মনাইরকান্দি গ্রামের ফারুক আহমেদ তার বড় মেয়ে ফারিয়া আহমেদ মিথিলাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানা নিবাসী মো সোনা মিয়ার পুত্র আস্ট্রেলিয়া প্রবাসী মনিরুল ইসলাম মনুর সাথে বিয়ে দিয়ে ছিলেন এই ভেবে যে উন্নত দেশে মেয়ে সূখে থাকবে কিন্তু বিধিবাম আস্ট্রেলিয়া যোতুকের লোভী পাষন্ড স্বামীর নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে স্বামীর ঘর থেকে পালাতে বাধ্য হয়। মেয়ে পালিয়ে বাচলেও শেষ রক্ষা হচ্ছে না দেশে থাকা মিথির বাবা ফারুক আহমেদ ও তার পরিবারের। প্রতিনিয়ত হুমকি মুখে পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতির আংশকায় দিন পার করছেন তিনি। গত ২১ ফ্রেব্রুয়ারী তার বড় মেয়ের মিথিলার সাবেক জামাই মনিরুল ইসলাম মনুর নির্দেশে পেশাধার সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবী করে তা দ্রুত পরিশোধের তাগাদা দেয় এবং অন্যাথায় সপরিবারে হত্যার হুমকি প্রধান করে।
তিনি বলেন মেয়ের সাবেক শ্বশুর বাড়ী লোকদের ক্রমগত হুমকি ধাকমিতে তাদের জীবন বিষিয়ে উঠেছে। ক্রমগত হুমকির মুখে তিনি তার একমাত্র ছেলে ফাহিম ও ছোট মেয়েকে অনত্র রাখতে বাধ্য হয়েছি। স্ত্রী নিয়ে উদ্বাস্তুর মত জীবনযাপন করতে বাধ্য হচ্ছি।
আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিলে তিনি জানান, সোনা মিয়ার এবং পুত্র আস্ট্রেলিয়া প্রবাসী মনিরুল ইসলাম মনু রাজনৈতিক ভাবে অত্যান্ত প্রভাবশালী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের খুবই কাছের মানুষ হওয়ায় একাধিক পার অভিযোগ করার পর ও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
তারা বিভিন্নভাবে চেয়েছে আমি যেন আমার মেয়েকে দেশে ফিরিয়ে আসতে বলি বা নিয়ে আসার ব্যবস্থা করি । কিন্তু আমি লোক মারফতে খবর পেয়েছি যে, আমার মেয়ে দেশে ফিরলে তারা তাকে হত্যা করে লাশ গুম করবে অথবা ভারতে পাচার করে দেবে।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। কখন কি হয় বলা যায় না। অনেক দিন বড় মেয়েকে দেখি না , মেয়েকে এক পলক দেখার জন্য বুকটা খা খা করে । মনে হয় আর যদি কোন দিন মেয়েটার সাথে দেখা না হয়। তারপর ও আমি মেয়েকে বলেছি মা তুমি কোন অবস্থাতে দেশে ফিরো না । এদেশে কোন বিচার নেই। তোমার অভাগা বাবা তোমাকে ওদের হাত থাকে বাচাতে পারবে না।
এদিকে হুমকি ধামকির বিষয়ে জানতে সোনা মিয়ার সিদ্দিরগঞ্জের বাড়ীতে গেলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর জানানো হয় তিনি বাড়ীতে নেই।
এদিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে হুমকি ধামকির বিষয়টির সত্যতা পাওয়া গেছে কিন্তু প্রধান অভিযুক্তের বাড়ী অন্য থানায় হওয়ায় বিষয়টি তাদেরকে জানিয়ে ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে।
এলকাবাসী জানায় গত কয়েক বছর ধরে মো সোনা মিয়ার এবং পুত্র আস্ট্রেলিয়া প্রবাসী মনিরুল ইসলাম মনু নানা ভাবে পরিবারটিকে হয়রানি করছে । এমনকি ২০১৭ সালে মনু সশরীরে উপস্থিত হয়ে সকলের সামনে মিথিলাকে হত্যার হুমকি দেয় ।