নোয়াখালীর চাটখিল উপজেলা নিবাসী ওমর ফারুকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় আালোচিত অস্ট্রেলিয়া বসবাসরত আলোচিত ব্লগার দিলারা জাহানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।গত ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বেশ কয়েকটি ধারায় চট্রগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতে মামলাটি করা হয়। ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা জজ এস কে এম তোফায়েল হাসান মামলাটি নথিভু্ক্ত করে চাটখিল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
বাদী ওমর ফারুক দাবী করছেন তিনি একজন স্হানীয় গন্যমান ব্যাক্তি। ফলে তাকে এলাকার বিভিন্ন সালিসে অংশগ্রহন করতে হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত দিতে হয়। যা সবসময় কারো পক্ষে যায় আবার কারো বিপক্ষে যায়। সিদ্ধান্ত যাদের বিপক্ষে যায় তারা বিভিন্ন বিভিন্ন সময় কুৎসা রটিয়ে থাকতে পারে। কিন্তু ব্লগার দিলারা জাহান কোন তথ্য যাচাই বাছাই না করে তার নামে (ওমর ফারুক) কুৎসা, অপবাদ ও মানহানিকর বানোয়াট স্ট্যাটাস দেয়। তিনি দিলারা জাহানের দৃষ্টি আকর্ষন এর প্রতিবাদ করলে তা কর্নপাত করেননি। দিলারা জাহানের স্ট্যাটাসের কারনে তার পারিবারিক ও সামাজিক মান মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন ও ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি ব্লগার দিলারা জাহানের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
এই মামলায় দোষী প্রমানিত হলে ব্লগার দিলারা জাহানে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
দেশের বাইরে থাকায় এই ব্যাপারে ব্লগার দিলারা জাহানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।