ওমানে রাজধানী মাস্কাট সিটি থেকে দুইশ কি.মি দূরে সেনেও শহরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদর কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আদিব মাহমুদ (১৫) ও জারার ফারহান (১৩)।
দুই ভাইয়ের বাড়ি ময়মনসিংহ জেলায়। চিকিৎসক মা তানিয়ার কর্মস্থল সূত্রে সেখানে বসবাস করতো তারা। উভয়ে সেনাও বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী। এই ঘটনায় আরও দুই কিশোর গুরুত্বর আহত হয়েছে। তাদের মধ্যে একজন আশঙ্কজনকভাবে মাস্কাট খৌলা হাসপাতালে চিকিৎসাধীন।
মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, নিহত দুই সহোদর গভীর রাতে মায়ের অগোচরে অপর দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। মূলত তাদের কারও কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না। অভিভাবকদের ফাঁকি দিয়ে গাড়ির চাবি চুরি করে গাড়ি নিয়ে গভীর রাতে ঘুরতে বের হয়েছিল তারা । সেনাও আদম রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় পেছনে থাকা দুই ভাই জারার ও আদিব। চালকের আসনে বসা অপর কিশোরও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।