জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘ইভিএম-এ সুষ্ঠু ভোট সম্ভব হবে না। ইভিএম ভালো, কিন্ত যারা পরিচালনা করবেন তারা তো নিরপেক্ষ নন। ইভিএম-এ ভোট হলে নির্বাচনে যাবো কি যাবো না তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।’
শনিবার (২৮ মে) বিকালে মোহাম্মদপুরে মোহাম্মদি হাউজিং-এর প্রধান সড়কে ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সম্মেলনে মো. নজরুল ইসলাম মুকুলকে সভাপতি ও ইঞ্জিনিয়ার কামরুজ্জামানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।
চুন্নু আরও বলেন, ‘হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠী এটা খতিয়ে দেখা জরুরি। এই কর্মকাণ্ডে যারা জড়িত তাদের আয়-ব্যয় ও সম্পদের অনুসন্ধান করতে হবে।’
তিনি বলেন, ‘২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সেটার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারও পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভুইয়া মো. আব্দুর রব রাজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপ্টন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন, আনোয়ার হোসেন তোতা, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, ঢাকা মহানগর উত্তরের নেতা রফিকুল আলম সেলিম, এসএম হাসেম, জিএম নাসির, মোহাম্মদপুর থানার নেতা মো. বাচ্চু, দেলোয়ার হোসেন দুলু, বিপ্লব হোসেন প্রমুখ।