তারেক-জোবায়দা পলাতক থাকা অবস্থায় আইনজীবী নিয়োগ করতে পারে কি না, সে বিষয়ে ৫ জুন শুনবেন হাইকোর্ট।
সেই সাথে আজ রোববার দুর্নীতি মামলায় তারেক জোবায়দার মামলা বাতিল চেয়ে করা মামলার শুনানিও পিছিয়ে ৫ জুন নির্ধারণ করে হাইকোর্ট।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজহারুল হক আকন্দের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির এ তারিখ ঠিক করে। এ সময় দুদকের আইনজীবী বলেন, পলাতক আসামীর আইনজীবী নিয়োগের সুযোগ নেই।
হাইকোর্ট বলে, এ বিষয়েও আগামী রোববার শুনানি হবে। সম্পদের তথ্য গোপন অভিযোগে ২০০৭ সালে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।
সে বছরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা। পরে বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন।