রাজধানীতে সোহানা পারভীন তুলি নামের এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৫টার দিকে হাজারীবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওই এলাকার শেরেবাংলা রোডের একটি ছয়তলা ভবনের দোতলার বাসার একটি ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।
হাজারীবাগ থানার ওসি মুক্তারুজ্জামান জানান, স্বজন পরিচয়ে দুইজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়।
“পুলিশের উপস্থিতিতে তার ভাই দরজা ভাঙেন। ভেতরে ঢুকে আমরা দেখতে পাই, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তিনি ঝুলছেন।”
স্বজনরা জানান, সোহানা পারভীন তুলি এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় জড়িত। সবশেষ তিনি অনলাইন গণমাধ্যম বাংলাট্রিবিউনে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে কর্মহীন হয়ে পড়ায় তিনি হতাশায় ভুগছিলেন বলে জানান স্বজনরা।
দৈনিক কালের কণ্ঠ, দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন তিনি।
সোহানা বিবাহিত হলেও কয়েক বছর আগে বিচ্ছেদ ঘটে। ভাড়া বাসায় ছোট তিনি বেশির ভাগ সময় একাই থাকতেন।