শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে। পেয়েছেন একশ’ ৩৪ ভোট। গোপন ব্যালটের মাধ্যমে তিন প্রার্থীর মধ্য থেকে রনিলকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। এদিকে, ফলাফল প্রত্যাখ্যান করে এরইমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে।
স্থানীয় সময় সকাল ১০টার কিছু পর শুরু হয় ভোটগ্রহণ। একে একে ভোট দেন পার্লামেন্টের ২২২ সদস্য। ভোটদানে বিরত থাকেন দুই সদস্য। বাতিল ঘোষণা হয় চার সদস্যের ভোট। গণনা শেষে জানা যায়, ২১৯ ভোটের মধ্যে রনিল পেয়েছেন ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের দুল্লাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর আরেক নেতা আনুরা কুমারা দেশনায়েকে পেয়েছেন মাত্র তিন ভোট। নির্বাচনের আগে থেকেই জরিপে এগিয়ে ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল। দুল্লাস আলাহাপ্পেরুমার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও বাস্তবে তা হয়নি। এদিকে, প্রেসিডেন্ট গোটাবায়ার পদত্যাগের সময় বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিলো রনিলের পদত্যাগ। নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপদেশটিতে রনিল বিক্রমাসিংহের ক্ষমতায় আসার ফলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সূত্র: নিউজ ১৮