হঠাৎ অসুস্থ হয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুম্বায়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন দীপিকা পাড়ুকোন। জানা গেছে, হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে এখন ভালো অবস্থানে আছেন তিনি।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ থেকে এমনটি হয়েছে তার। এখন তিনি আমাদের পর্যবেক্ষণে রয়েছেন।
তবে এর আগেও দীপিকার এমন অসুস্থতার খবর প্রকাশ পেয়েছে। তখনও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময় হায়দরাবাদে নিজের আপকামিং ছবি ‘প্রজেক্ট কে’র শুটিংয়ে কাজ করছিলেন তিনি।
হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করেন তিনি। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। দ্রুত তাকে হায়দাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, চিন্তার কোনো কারণ নেই।
দীপিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ওটিটি সিনেমা ‘গেহরাইয়ান’তে। এ ছাড়া বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছে তার। দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে ছবির শুটিং শেষের পথে। আসন্ন শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে। জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অমৃতা হিসেবেও তিনি অভিনয় করছেন। হৃতিকের সঙ্গেও ‘ফাইটার’ সিনেমার কাজ চলছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস