বিক্ষোভে সংহতি: ইরানের দুই অভিনেত্রী আটক

Spread the love

সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যোগাযোগের অভিযোগে দুই অভিনেত্রীকে আটক করেছে ইরান সরকার।

হেনগামেহ গাজিয়ানি ও কাতিইয়ুন রিয়াহি এর আগে হিজাববিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজাব ছাড়া জনসমক্ষে এসেছিলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

‘সঠিকভাবে’ হিজাব না করার অভিযোগে গ্রেপ্তারের পর মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা গেলে গত সেপ্টেম্বরে গোটা দেশে হিজাববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।

পুলিশ হেফাজতে থাকার সময়েই মাহসা অসুস্থ হয়ে পড়েন, এরপর কোমায় চলে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এর ঠিক পাঁচ দিন পরই ছিল মাহসার জন্মদিন।

একাধিক পুরস্কারপ্রাপ্ত গাজিয়ানি এবং রিয়াহি উভয়েই রবিবার নৈতিকতা পুলিশের হাতে আটক হন।

আটক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজিয়ানি লেখেন, ‘আমার সঙ্গে যাই ঘটুক, আমি সব সময় ইরানি জনগণের পাশে আছি। এটাই হয়তো আমার শেষ পোস্ট।’

রবিবার ইরান ফুটবল দলের অধিনায়ক কাতার ফিফা বিশ্বকাপের আসরে বলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে, ইরানের পরিস্থিতি ভালো নয়, এবং আমাদের জনগণ অখুশি।’

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুসারে, ইরানে হিজাববিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত এবং ১৬ হাজার ৮০০ জনের মতো আটক হয়েছেন।

ইরান সরকার বলছে, এটা আন্দোলন নয়, দাঙ্গা। বিদেশি শত্রুদের মদদে এটা পরিচালিত হচ্ছে।