তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মুগদা মেডিকেলের মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শিক্ষার্থী।
একাধিক শিক্ষার্থী জানান, বিকেলে মুগদা মেডিকেলের শিক্ষার্থীরা মেডিকেলের মাঠে খেলতে গেলে বহিরাগতরা বাধা দেয়। সেইসঙ্গে বহিরাগতরা শিক্ষার্থীদেরকে বলেন, মুগদা মেডিকেল কলেজ নামে কোনো মেডিকেল কলেজ নেই, হাসপাতালও নেই, মাঠও নেই। এখানে কোনো শিক্ষার্থীকে খেলতে দেওয়া হবে না। কথার কাটাকাটির এক পর্যায়ে স্ট্যাম্প, ব্যাট ও ইট দিয়ে পিটিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে বহিরাগতরা।
ঘটনা প্রত্যক্ষদর্শী ও মুগদা মেডিকেলের শিক্ষার্থী সৌমিক দত্ত বলেন, ‘বহিরাগতরা অর্তকিত হামলা চালিয়েছে। আমাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের কয়েকজনকে এসডিইউতে ভর্তি করানো হয়েছে। আগামীকাল কয়েকজনের প্রফেশনাল পরীক্ষা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহত কয়েকজনের আগামীকাল পরীক্ষা রয়েছে। এখন তারা কিভাবে পরীক্ষা দিবে? আমরা চিন্তায় পড়ে গেছি। এই হামলার বিচার চাই।’