আর্জেন্টিনার জার্সি পরে গুলি করা যুবককে নিয়ে যা জানালেন বিপ্লব কুমার

Spread the love

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরা যে যুবককে গুলি করতে দেখা গিয়েছে তাকে নিয়ে মুখ খুলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি নিশ্চিত করেছেন- ওই যুবক গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য।

গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিকালে এই ঘটনার পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমা। ওই যুবকের সম্পর্কে নাম ও পদ প্রকাশ না করে তিনি বলেন, ‘ওই যুবক পুলিশের ডিবিতে কর্মরত আছেন। তাকে ক্লোজ করা হবে এবং সাসপেন্ড করা হবে।’

১০ ডিসেম্বরের সমাবেশ সফল করার লক্ষ্যৈ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সংঘর্ষের ঘটনায় একজন প্রাণ হারান। আহত হন অন্তত ২৫ জন।

সংঘর্ষ চলার সময় পুলিশ সদস্যের সঙ্গে আকাশি-নীল জার্সি পরা এক যুবকের তৎপরতা সবার নজরে আসে। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ধরনের পোশাক পরে কোনো অভিযানে যাওয়া যায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।