ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিচারকের সিল ও স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে।
সরাইলে নিজ বাড়ি থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
ইশতিয়াক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জেলার সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাটের সিল-স্বাক্ষর জালিয়াতি করে মোটরসাইকেলের লাইসেন্স দিয়ে আসছিল। একটি মোটরসাইকেল জব্দ করার পর খোঁজ করতে গিয়ে এ ঘটনা জানা যায়।
শাহরিয়ার জানান, এর পরিপ্রেক্ষিতে জালিয়াতির ঘটনায় মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। মামলার ৫ নম্বর আসামি ইশতিয়াক।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘বাপ্পীকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’