জাতীয় সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার রাস্তায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক সাইদ আরমানকে হেনস্তাকারী পুলিশ সদস্যকে তার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ ডিসেম্বর) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসন এ তথ্য নিশ্চিত করেন।
সাইদ আরমান দেশের বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভির’ সিনিয়র রিপোর্টার। সরাসরি সম্প্রচারে থাকাবস্থায় তার কাছ থেকে মাইক্রোফোন (বুম) কেড়ে নেয় দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. শাহিনুর রহমান। তিনি ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল। মুহূর্তেই ঘটনার ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সংবাদের সরাসরি সম্প্রচারের সময় পুলিশ সদস্য ক্যমেরার সামনে এসে সাংবাদিকের কাছ থেকে বুম কেড়ে নিচ্ছেন এবং ধমকের সুরে কথা বলছেন। ভিআইপি এলাকা আখ্যা দিয়ে লাইভ করা যাবে না বলে বাধা দেন তিনি।
রবিবার (১২ ডিসেম্বর) বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমাপত্র দিতে যায়। তারই সংবাদ সরাসরি সম্প্রচারকালে এ ঘটনা ঘটে।