বিস্কুট চুরির অপরাধে স্কুলছাত্রকে পিটিয়ে জখম 

Spread the love

মাদারীপুরে বিস্কুট খাওয়ার অপরাধে স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মান্না খাঁ নামে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়নের নোওহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত লিয়ন সাব্বির ফকির (১০) নোওহাটা গ্রামের ৬নং ওয়ার্ডের দুলাল ফকিরের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, লিয়ন বাড়ির পাশের মান্নার খাঁর দোকান থেকে না জানিয়ে এক প্যাকেট বিস্কুট খায়। দোকানদার বিস্কুট খাওয়া দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে মান্নান খাঁ শিশুটির হাত বেঁধে তার বাড়িতে নিয়ে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। খবর পেয়ে শিশুটির মা রাজভানু ছুটে গিয়ে ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শিশুটি রেহায় পায় না। উল্টো শিশুটির মায়ের ওপরও ক্ষিপ্ত হন দোকানদার। পরে চিৎকার শুনে শিশুটির চাচাতো ভাই সাব্বির ফকির ও আসাদ ফকির গিয়ে তাদেরকে ছাড়িয়ে বাসায় নিয়ে যান। মারধর করার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

ভুক্তভোগী লিয়ন বলেন, আমার বন্ধু আমিন খাঁ (দোকানদারের চাচো ভাই) আমাকে বিস্কুট নিয়ে খেতে বলেছিল। পরে আমি ওর জন্য এক প্যাকেট আর আমার জন্য এক প্যাকেট নিয়েছি। দোকানদার এসে আমাকে দড়ি দিয়ে হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করেছে। আমি অনেকবার ক্ষমা চেয়েছি। উনি আমার কথা শোনেননি। আমি দোকানদারের কঠোর শাস্তি চাই।

ভুক্তভোগীর বাবা দুলাল ফকির বলেন, আমার ছেলে অন্যায় করে থাকলে সে আগে আমার কাছে বলতে পারতো। আমি আমার ছেলের বিচার করতাম। এমন নির্মমভাবে কেউ কাউকে মারে? আমার ছেলেকে এমনভাবে মেরেছে, আমি মান্নার শাস্তি দাবি করছি।

লিয়নের চাচাতো ভাই আসাদুল ফকির বলেন, এমন নির্যাতন আমার জীবনে দেখিনি। আমার চাচাতো ভাইয়ের সঙ্গে নির্যাতন করেছে দোকানদার মান্না। শিশুটি ভুল করলে তার পরিবারকে জানাতে পারত। তারপরে সে দেখতো শিশুটির পরিবার কী ব্যবস্থা নেয়। এভাবে মারধর করা ঠিক হয়নি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।