পৃথক সালে জন্ম নিয়ে ভাইরাল এই যমজ!

Spread the love

 

যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। কিন্তু একই দিনে নয়।আবার একই বছরেও নয়। মানে পৃথক তারিখে এবং পৃথক বছরে! এমনই অবাক করা ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ডেনটন হাসপাতালে গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন মার্কিন রমণী ক্যালি জো। এর মাত্র ৬ মিনিটের ব্যবধানে দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে দ্বিতীয় সন্তানের জন্ম হয় ওই নারীর। এমনই এক অবাক করা মুহূর্ত ঘিরে স্বভাবতই উচ্ছ্বসিত ক্যালি জো ও তার স্বামী ক্লিফ স্কট।

যমজ কন্যাসন্তানের জন্মের এই মুহূর্তের কথা ফেসবুকে পোস্ট করেও জানিয়েছেন মার্কিন ওই নারী। সেই সঙ্গে স্বামী ও দুই কন্যাসন্তানের ছবিও তুলে ধরেছেন তিনি। প্রথম কন্যাসন্তানের নাম রেখেছেন অ্যানি জো। আর দ্বিতীয় কন্যাসন্তানের নাম রেখেছেন এফি রো‌জ।

যমজ কন্যাসন্তান সুস্থ আছে বলেও জানিয়েছেন তাদের গর্বিত মা। দুই শিশুরই ওজন ৫.৫ পাউন্ড। নতুন বছরের শুরুতে দুই কন্যাসন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা এই মার্কিন দম্পতি।