বারবার হেরে গিয়েও জিতে আসাই লেখা আছে যার কপালে তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান। চার বছরের বেশি সময় কেটে গেছে পর্দায় দেখা যায়নি তাকে। অনেকেই মৌখিকভাবে দিয়েছিলেন শাহরুখের ভবিষ্যতের ইতি। কিন্তু যিনি তো বাজিগর। তিনি আসছেন শীঘ্রই, তার আভাস বিগত কয়েক সপ্তাহ ধরেই অনুভব করছে নেটপাড়া। নতুন মিশন নিয়ে পর্দায় ফিরছেন তিনি ‘পাঠান’ হয়ে। প্রকাশ্যে এলো ছবির প্রথম ট্রেলার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) অন্তর্জালে মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’র ট্রেলার। যেখানে শুরুতেই ভিলেন হয়ে দেখা দিলেন জন আব্রাহাম। এক ঝলকে যেন ধুম পার্ট ওয়ানের কথা মনে করিয়ে দিলেন অভিনেতা।
‘পাঠান’ ছবিতে তিনিই ছক কষেছেন হামলার। আর তাকে আটকাতে মরিয়া ডিম্পল কপাডিয়া ডেকে পাঠালেন পাঠানকে। ৫৭ বছরে যে অবিশ্বাস্য অ্যাকশন করতে দেখা গেল শাহরুখকে। রোমান্টিক ইমেজ ছেড়ে ব়াফ অ্যান্ড টাফ চরিত্রে তিনি ধরা দিলেন। তবে শুধু শাহরুখই নয়, ট্রেলারেই অ্যাকশনে চমকে দিলেন দীপিকাও। ছবিতে তিনিও শাহরুখের মতই এক সেনা। এত অ্যাকশনের মাঝে এক ঝলক রোমান্টিসিজমও ছুঁয়ে দিলেন কিং অফ রোমান্স।
ট্রেলারে লুক থেকে অ্যাকশন সবেতেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল শাহরুখ, জন ও দীপিকার মধ্যে। কাকে ছেড়ে কাকে দেখবে দর্শক, তা তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে, সঙ্গে জোড়দার সংলাপ। তবে এই ট্রেলারে দেখা মিলেনি সালমান খানের।