দক্ষিণি সিনেমায় রাশমিকার চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকালেন জাহ্নবী

Spread the love

দক্ষিণি সিনেমার অনেক তারকা বলিউডে অভিনয় করেছেন। আবার অনেক বলিউড তারকাও দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন। সেই তালিকায় নাম লেখালেন জাহ্নবী কাপুর।

আগেই জানা গেছে, এনটিআর জুনিয়ারের নতুন সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে, বিজয় দেবারকন্ডাকে নিয়ে পুরী জগন্নাথ যে নতুন সিনেমা বানাচ্ছেন, সেখানেও দেখা যাবে তাকে। এ ছাড়া আল্লু অর্জুনের পরের সিনেমাতেও দেখা যেতে পারে এই বলিউড সুন্দরীকে।

তবে দক্ষিণি সিনেমায় অভিনয়ের জন্য জাহ্নবী যে পারিশ্রমিক হাঁকিয়েছেন, তাকে চোখ কপালে উঠেছে সবার। ইন্ডিয়া টুডের দেওয়া তথ্যমতে, সাধারণত সেখানকার নায়িকারা ছবিপ্রতি এক থেকে ‍দুই কোটি টাকা পারিশ্রমিক নেন। কিন্তু জাহ্নবী চেয়েছেন পাঁচ কোটি টাকা। হিসাবে ওই ইন্ডাস্ট্রির দামি নায়িকা রাশমিকার থেকে বেশি টাকা চাইছেন তিনি।

তবে জাহ্নবীর দাবি করা পারিশ্রমিক দক্ষিণের নির্মাতা মেনে নিয়েছেন কি না সে বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কিছু জানায়নি। সিনেমার নাম ও নির্মাতাদের বিস্তারিত তথ্যও এখনও প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, হয়তো আলোচনার মাধ্যমে পারিশ্রমিকের বিষয়টি সমাধান হবে।