বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম রনির পিতা মহসিন মোল্লা আজ শনিবার ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাবার জানাজায় অংশ নিতে আব্দুর রহিম রনির পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির আহ্বান জানালেও তাকে অনুমতি দেওয়া হয়নি। এতে নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তারা বলেন, আব্দুর রহিম রনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের কারাগারে অন্যায়ভাবে বন্দি রয়েছেন। যথাযথ আইনানুসারে তার বাবার দাফনের জন্য প্যারোলের আবেদন করা সত্ত্বেও এ কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসক এবং আজ্ঞাবহ অমানবিক প্রশাসন আব্দুর রহিম রনিকে তার বাবার দাফনসহ শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়ার মাধ্যমে চরম মানবাধিকার বিরোধী চরিত্রের পুনরাবৃত্তি করেছে।