সংসারে ফিরে কথা শুনছেন রাজ, দাবি পরীমণির

Spread the love

তারকা দম্পতি রাজ-পরীর সংসারে টানাপড়েনের খবর নতুন নয়। তবে এখন তাদের সংসারে সুখ ফিরে এসেছে বলে জানিয়েছেন দুজন। সম্পর্কের তিক্ততা ভুলে একই ছাদের নিচে থাকছেন তারা। পরীমণির কথা শুনছেন রাজ- এমনটাই দাবি এই নায়িকার।

পরীমণি বলেন, প্রথমদিকে পাগলামি করলেও আস্তে আস্তে নিজের ভালো বুঝতে পারছে রাজ। আমার সব কথাও শুনছে এখন।’

পরী আরও জানান, একদিনে তো আর মানুষের সব অভ্যাস পরিবর্তন করা যায় না, সময় তো লাগবেই।

ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বলেও এই নায়িকা আশা প্রকাশ করেছেন।

গত ১০ জানুয়ারি ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষে দুজনেই ফেসবুকে পোস্ট দেন। দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। ওই পোস্টে দেখা যায়, ছেলের পাঁচ মাস উপলক্ষে পাঁচটি কেক কেটেছেন তারা। এখন পর্যন্ত ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গেই রয়েছেন এই তারকা দম্পতি।