ঐশ্বরিয়ার বিরুদ্ধে জমির কর ফাঁকির অভিযোগ

Spread the love

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে কখনও কোনো কথা ওঠেনি। অভিনেত্রী হিসেবেও এই লাস্যময়ীর বিরুদ্ধে ফাঁকিবাজির অভিযোগ তুলতে পারেননি কেউ। তবে এবার তার ওপর আনা হলো কর ফাঁকির অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দেশটির মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে ঐশ্বরিয়াকে। মহারাষ্ট্রের থানগাঁও এলাকার কাছে অবস্থিত আদবাড়ির পার্বত্য অঞ্চলে এই অভিনেত্রীর জমি রয়েছে। এক হেক্টর পরিমাণ এই জমির জন্য বার্ষিক ২২ হাজার রুপি কর দিতে হয় তাকে।

এদিকে গত বছর থেকে ওই জমির কোনো কর দিচ্ছেন না তিনি। কর পরিশোধের জন্য বেশ কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে তাকে। কিন্তু কোনো কর পরিশোধ করেননি এ অভিনেত্রী। এ কারণে আয়কর বিভাগ তার বিরুদ্ধে নেওয়া হয়েছে পদক্ষেপ। পাঠানো হয়েছে নোটিশ।

আজকাল সিনেমায় অনিয়মিত ঐশ্বরিয়া। ঘরকন্না নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তাই খুব একটা আলোচনায়ও নেই। মাঝে মাঝে যা আলোচিত হন তা ওই ব্যক্তিগত জীবন নিয়েই। গত বছর কান চলচ্চিত্র উৎসবে গিয়ে আলখাল্লা ধরনের পোশাকে নিজেকে ঢেকে রেখেছিলেন তিনি। আর তাতেই উঠেছিল গুঞ্জন। সবাই ধরে নিয়েছিলেন, মা হতে চলেছেন এই অভিনেত্রী।