‘পাঠান’ সিনেমায় নিয়ে বিজেপি নেতাদের যা বললেন মোদি

Spread the love

বলিউডি সিনেমা ‘পাঠান’ মুক্তির আগেই বয়কটের ডাক দিয়েছেন বিজেপি নেতারা। শাখরুখ খানের এ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। এতে অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। তাদের মাথাব্যথার কারণ, ছবিতে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া রঙের বিকিনি। তাতেই এই ছবিকে অশ্লীল বলে দাগিয়ে দেন বিজেপি নেতারা।

এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে শুরু হয় বিক্ষোভও। বিতর্কে রঙ লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে- এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা। এ পরিস্থিতিতেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদি।

গত ১৬ ও ১৭ জানুয়ারি- দুদিনের জন্য নয়াদিল্লিতে বিজেপির কার্যনির্বাহী বৈঠক বসেছিল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রচারের রোডম্যাপ থেকে শুরু করে দলীয় কর্মীদের মনোবল জোগানো হয় এ বৈঠকে। লোকসভা নির্বাচনের আর বাকি ৪০০ দিন। তার আগেই দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই এই ধরনের মিটিং-এর ডাক।

মঙ্গলবার বৈঠকের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি সিনেমা নিয়ে বিতর্ক ও সেই বিতর্কে বিজেপি নেতাদের শামিল হওয়া নিয়ে সতর্ক করেন। প্রধানমন্ত্রী বিজেপি নেতাদের সতর্ক করে বলেন, ‘কিছু সিনেমা নিয়ে কয়েকজন এমন মন্তব্য করেন, যা সারাদিন টিভি ও সংবাদমাধ্যমে দেখানো হয়। এ ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।’

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা- সম্প্রতি ‘পাঠান’ সিনেমা ও তার গান ‘বেশরম রঙ’ নিয়ে যে বিতর্ক ও বয়কট ট্রেন্ড শুরু হয়েছে, তা নিয়েই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। বেশ কিছু বিজেপি নেতা ওই গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে আপত্তি তুলেছেন।

মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমের দাবি, গেরুয়া বিকিনি পরিয়ে ‘সস্তার প্রচার’ করার চেষ্টা করেছেন সিনেমার নির্মাতারা। হিন্দুত্বের ভাবমূর্তি বা মনোভাবকে আঘাত করে এমন কোনো সিনেমা মহারাষ্ট্রে দেখাতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি।

অন্যদিকে মধ্য প্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রও দাবি করেন, যদি ওই আপত্তিকর দৃশ্য বাদ না দেওয়া হয়, তবে রাজ্যে পাঠান সিনেমাকে মুক্তি পেতে দেওয়া হবে না।

এই ঘটনার শুরুটা হয় মধ্যপ্রদেশ থেকে। যার জের ছড়িয়ে পড়ে দেশটির অন্যান্য বিজেপি অধ্যুষিত রাজ্যে। ইতিমধ্যে এই ছবির পোস্টার ভাঙা থেকে শাহরুখ খানের পরলৌকিক ক্রিয়া- সব সেরে ফেলেছেন উত্তরপ্রদেশের একাংশের বিজেপি সমর্থকরা।

মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকার গিরিশ গৌতম বিষয়টি নিয়ে শাহরুখ খানকে কটাক্ষ করে বলেছিলেন, ‘শাহরুখ খানের উচিত নিজের মেয়েকে সঙ্গে নিয়ে এই সিনেমাটি দেখা।’ তার প্রশ্ন ছিল, ‘এই কাজটা উনি করতে পারবেন তো?’

তার ওই চ্যালেঞ্জের পর মেয়েকে সঙ্গে নিয়ে সোমবার ‘পাঠান’ দেখলেন শাহরুখ! সোমবার যশ রাজ স্টুডিয়োতে সপরিবারে পৌছালেন শাহরুখ। ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও স্ত্রী গৌরী খানকে নিয়ে দেখলেন ‘পাঠান’। একেবারে খোশমেজাজেই দেখা গেল খান পরিবারকে। বাবার সঙ্গে রং মিলান্তি করে পোশাকে সাজেন সুহানা। যদিও ছবি দেখে বেরোনোর সময় কোনও প্রতিক্রিয়া দেয়নি সুহানা-আরিয়ানের কেউ-ই।

সোমবার দিল্লি হাইকোর্ট এই ছবির বেশ কিছু অদলবদলের নির্দেশিকা দিয়েছে। সেই অনুযায়ী, ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিয়ো বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত।

আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন এসআরকে-এর। স্বাভাবিক ভাবেই এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’। দেশে নয়, বিদেশের মাটিতে।