অসুস্থ রাজনীতি করে বিএনপি নেতারা অসুস্থ হয়ে গেছেন: ওবায়দুল কাদের

Spread the love

আওয়ামী লীগ বিএনপির কোনো পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসুস্থ রাজনীতি করতে করতে বিএনপি নেতারা অসুস্থ হয়ে গেছেন বলেও মন্তব্য তার। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সবাই হালাল রুজিতে চলে।

বুধবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কারো সহিংস আন্দোলনের জন্য জননিরাপত্তা বিঘ্নিত হলে তা রক্ষার দায়িত্ব সরকার ও আওয়ামী লীগের।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করলেও বিএনপি উসকানি দিয়ে চলেছে। হুঁশিয়ার করে দেন, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার উপযুক্ত জবাব দেওয়া হবে। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির এখন নির্বাচনে ভয় বলেও মন্তব্য তার।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে। লালবাগ শহিদ নগর খেলার মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে, থাকবে বলেও মন্তব্য করেন সংসদ উপনেতা।