চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ চারজনকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা। তিনি বলেন, গত ১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি দিপ্তী। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
চার জন গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে দিপ্তীকে আমরা চট্টগ্রামে নিয়ে আসছি। তাকে আজ আদালতে হাজির করা হবে।
বাকি তিনজনকে আটকের বিষয়ে তিনি বলেন, তারা হয়তো কুমিল্লার অন্য কোনো মামলার আসামি হবেন। কুমিল্লা জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারে।
আটক অন্যদের মধ্যে রয়েছেন আবদুর রহমান, হাবিবুর রহমান এবং আরজু। তারা কুমিল্লা বিএনপির কর্মী বলে জানা গেছে।