সাধারণ মানুষ কালো কোট পরা লোক দেখলে বিশ্বাস করতে চায় না

Spread the love

আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম বলেছেন, সাধারণ মানুষ কালো কোট পরা লোক (আইনজীবী) দেখলে বিশ্বাস করতে চায় না। তাদের মাঝে কেন এমন চিন্তা বুঝি না। তবে নিশ্চয় এই জায়গায় আমাদের চলাফেরায় ঘাটতি রয়েছে। তা আমাদেরকেই সমাধানে কাজ করতে হবে। বিচার বিভাগের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি আমাদের পেশাগত যেই কাজ করি না কেন, এটিও এবাদতের অংশ।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এম এনায়েতুর রহিম বলেন, বিচারক বা আইনজীবী হিসেবে আল্লাহ আমাদের মাঝে এই দায়িত্ব দিয়েছেন। তার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এছাড়াও আইনজীবীদেরকে যে মানুষগুলো অর্থ দিচ্ছে, ভরসা রাখছে, তাদের প্রতি নিজের মনে মনে জবাবদিহিতা তৈরি করতে হবে। বিচারক ও আইনজীবীদের মাঝে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তবুও উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।

তিনি বলেন, আইনজীবীদেরকে সমাজের গরিব অসহায় নির্যাতিত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে, আইনজীবীদেরকে যেন ঠিকাদার বানিয়ে ফেলা না হয়। আইনজীবী ও বিচারকের নামে নানা রকম কথা শোনা যায়। আমাদের কানে এসব আসলে আমরা ব্যথিত হই। কাউকে মামলায় জিতিয়ে দেওয়া বা আসামিকে খালাস পাইয়ে দেওয়ার দায়িত্ব আইনজীবীদের নয়। আপনাদের কাজ আইনি সহায়তা দেওয়া।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মামলা দায়েরের থেকে নিষ্পত্তির হার বেশি। পুরাতন মামলাগুলো নিষ্পত্তি করতে আমরা সচেষ্ট রয়েছি। মামলা নিষ্পত্তি করতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক সহযোগিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জে বিচারক ও আইনজীবীদের মাঝে যে সুসম্পর্ক রয়েছে, তা আমাদেরকে ভালো অবস্থানে নিয়ে যাবে।

চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখা। সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের সবকিছুই পরিবর্তন করতে হবে। বর্তমানে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যা বিচার বিভাগের জন্য বিব্রতকর। আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জবদুল হক।

এ সময় জেলা প্রশাসক এমকেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনকসহ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন ।