বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। রোববার (৫ ফেব্রুয়ারি) মণিপুরের ইম্ফলের একটি ফ্যাশন শোতে উপস্থিত থাকার কথা অভিনেত্রীর। সেই অনুষ্ঠানের মাত্র একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শহরটি।
যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে সানি লিওনের থাকার হোটেল ও শো এর জায়গা ১০০ মিটার দুরত্বে ছিল।
সানি লিওনের ম্যানেজারের মারফত জানা গেছে, তার কোনো ক্ষতি হয়নি। তবে এ দুর্ঘটনায় সানি লিওন ভয় পেয়ে গিয়েছিলেন।
আরও জানা গেছে, এই ফ্যাশন শো যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই অঞ্চলেই শনিবার (৪ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ইস্ফলের হাত্তা কাংজেইবুং এলাকায়। এখন পর্যন্ত কেউ বা কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
সানি লিওন বর্তমানে ‘কোটেশন গ্যাং’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
সূত্র: হিন্দুস্থান টাইমস