ইসলামি বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগ নেত্রীর হাতে লাঞ্ছিত হওয়া শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে ভয়াবহ সেই রাতের ঘটনার বর্ণনা দিয়েছেন। প্রশাসন ও হল কর্তৃপক্ষ থেকে করা তদন্ত কমিটির কাছে ওই ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী। এ সময় তাকে সঙ্গে নিয়ে নির্যাতনের স্পটগুলো ঘুরে দেখেছেন তদন্ত কমিটির সদস্যরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ওই ছাত্রী তার বাবা, মামাসহ ক্যাম্পাসে আসেন। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে।
ছাত্রলীগ নেত্রীর হাতে লাঞ্ছিত হওয়ার পর ওই ছাত্রী ১৩ ফেব্রুয়ারি ক্যাম্পাস ছাড়েন।
তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি এখন নিরাপদে আছি। তদন্ত কমিটি সেদিনের ঘটনার বর্ণনা শুনেছে এবং চার-পাঁচ পেজের আমার স্বাক্ষরিত লিখিত অভিযোগ নিয়েছে। আজ আবার বাসায় ফিরে যাচ্ছি। পরবর্তীতে তদন্তের স্বার্থে আবার ডাকলে আসব। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা আতাউর রহমান বলেন, ‘আজ তদন্ত কমিটির কাজে আমি অবশ্যই সন্তুষ্ট। আমি আশা করি, তারা সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। আমি চাই এর আইনগত একটা সুষ্ঠু বিচার হোক, সবচেয়ে কঠিন বিচার হোক। যাতে এ রকম কাজ আর পুনরায় না ঘটে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এর শিকার না হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘সারাদিন ভুক্তভোগীর সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে যা যা করণীয় আমরা তাই করেছি। দুপুরে মেয়েটি তার পরিবারসহ ক্যাম্পাসে প্রবেশ করে। সন্ধ্যার আগে বক্তব্য প্রদান শেষে সে ও তার পরিবার নিরাপদে বাড়ি ফিরে গেছে।’