যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর ম্যুরাল বিকৃতি, আতঙ্কিত বাংলাদেশিরা

Spread the love

যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বিকৃত করা হয়েছে। এ নিয়ে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ কোনো ম্যুরাল বিকৃতি করলো দুর্বৃত্তরা। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ প্রকাশ করেছেন। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ’র প্রেসিডেন্ট ড. মোহামেদ আলম। তিনি বলেন, ম্যুরালটি ভেঙে ফেলেছে ভাঙচুরকারীরা। বাংলাদেশের প্রতিষ্ঠাতার স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল।

বাংলাদেশের ন্যাশনাল হিরো এবং প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। মিশিগানের হ্যামট্রামকের কন্যান্ট ও ক্যালির কোণে তার ছবিসহ ম্যুরাল আছে। ড. আলম বলেন, ম্যুরালের মুখে সিমেন্টের প্রলেপ দেয়া হয়েছে। গত শুক্রবার তা দেয় দুর্বৃত্তরা। এছাড়া জেনস পার্কে ‘বাংলাটাউনে স্বাগতম’ লেখা চিহ্ন মুছে ফেলা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক এসব ঘটনায় বাংলাদেশি সম্প্রদায়ের অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, এটি পরিকল্পিত ভাঙচুর এবং জঘন্য ঘৃণামূলক অপরাধ। বোঝায় যাচ্ছে না কেন এমনটা ঘটছে।

ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন ড. আলম। কারণ তিনি মনে করেন, বাংলাদেশিদের ভয় দেখাতে এই নোংরা ঘৃণামূলক অপরাধ ঘটানো হচ্ছে। হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দেয়া হচ্ছে।