আপ্রশি মারমা।ছবি : সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপ্রশি মারমা (২২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা।
জানা গেছে, আপ্রশি মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের ২১২ নম্বর কক্ষে থাকতেন।
আপ্রশি মারমা আত্মহত্যা করেছেন না কি অন্য কোনো কারণে মারা গেছেন, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঝুলন্ত অবস্থায় তার পায়ের জুতা এবং চশমা ঠিক জায়গায় ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
আপ্রশি মারমার কক্ষে থাকেন নিজাম উদ্দিন। তিনি জানান, আপ্রশি মারমা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যেতেন। সেখানে তার বন্ধু ও বড়ভাইদের সঙ্গে সময় কাটাতেন। তবে এমন ঘটনা কীভাবে ঘটেছে, সে ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইকবাল হোসাইন সুমন বলেন, ‘খবর পেয়েই আমরা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ঘটনাস্থলে পুলিশের স্পেশাল টিম ও পিবিআইয়ের টিম এসেছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।’