প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা

Spread the love

আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) রাতে রমনা থানায় আবদুল মালেক (মশিউর মালেক) নামে একজন আইনজীবী এ মামলা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় পত্রিকাটির সাভার প্রতিনিধি শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা যায়, রাত ১১টা ১০ মিনিটে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছেন ওই আইনজীবী।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও শামসুজ্জামানের মুক্তির দাবি ২৭ নাগরিকের বিবৃতি দিয়েছেন।