৪৪ বছর বয়সী ড্যানিয়েল বলেন, আমি মনে করি না যে, তার অপরাধ কারাদণ্ডের যোগ্য। আমি মনে করি সে অন্যান্য যে অপরাধ করেছে, তাতে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে জেল দেয়া যেতে পারে।
পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলস বলেছেন, নির্বাচনের আগে ঘুষ দিয়ে তার মুখ বন্ধ করানোর মামলায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জেল দেয়া উচিত হবে না।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
অভিযোগ রয়েছে, স্টরমির সঙ্গে একাধিক বার যৌনতায় লিপ্ত হয়েছিলেন ট্রাম্প। আর এসব ঘটনা ঢাকতে ২০১৬ সালের নির্বাচনের আগে স্টরমিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন তিনি।
৪৪ বছর বয়সী ড্যানিয়েল বলেন, আমি মনে করি না যে, তার অপরাধ কারাদণ্ডের যোগ্য। আমি মনে করি সে অন্যান্য যে অপরাধ করেছে, তাতে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে জেল দেয়া যেতে পারে।
তবে স্টরমি জানিয়েছেন, তাকে ঘুষ দেয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু হলে তিনি সাক্ষ্য দিতে চান।
এই পর্নো তারকা বলেন, আমার লুকানোর কিছু নেই। আমিই সব সত্য বলছি।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এছাড়া ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনেও নির্বাচনের ফল পাল্টে দেয়া ও সরকারি নথি নিজ বাড়িতে রাখার দায়ে তদন্ত করা হচ্ছে।
নিউইয়র্কের আদালতে উত্থাপিত সব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। আগামী ৪ ডিসেম্বর এসব মামলায় পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।