বলিউড তথা ভারতের ধনী তারকাদের মধ্যে একজন শাহরুখ খান। কিং খান তকমাটা শুধু সিনেমার ক্ষেত্রেই নয় অর্জন করেননি তিনি। তার জীবনযাত্রাও রীতিমতো রাজকীয়। থাকেন প্রাসাদোপম মান্নাতে। গোটা বিশ্বজুড়ে আরও অনেক বাড়ি, বাংলোই রয়েছে তার। মূল্যবান জিনিসও কম নেই তার সংগ্রহে।
পোশাক থেকে শুরু করে জুতা, বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের জিনিস রয়েছে শাহরুখের কাছে। তবে সম্প্রতি চর্চার কেন্দ্রে উঠে এসেছে তার একটি রিস্টওয়াচ। সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে অতিথি হয়ে গিয়েছিলেন শাহরুখ। তার হাতের ঘড়িটি নজর কেড়ে নিয়েছিল সবার।
অডেমর্স পিগুয়েট রয়্যাল ওক ক্রোনোগ্রাফ ঘড়ি এটি। বিদেশি ব্র্যান্ডের ঘড়িটির লুক যেমন চোখ ধাঁধানো, তেমনি এর দামটাও কিন্তু চমকে দেওয়ার মতোই। বলিউডের বাদশাহর জন্য আক্ষরিক অর্থেই মানানসই ঘড়ি এটি, যা তার ব্যক্তিত্ব এবং জীবনযাত্রাকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলে।
এবার আসা যাক ঘড়ির দামে। এই বিদেশি ব্র্যান্ডের বিলাসবহুল রিস্টওয়াচটির দাম ৩১ কোটি এক লাখ রুপি। অর্থাৎ এই দামে অন্তত চারটি গাড়ি, একটি ফ্ল্যাট দিব্যি কেনা যাবে। কয়েকমাস আগে আরব আমিরশাহী থেকে কয়েকটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি নিয়ে আসার সময়ে মুম্বাই বিমানবন্দরে বাধা পান শাহরুখ। এই ঘড়িটিও তার মধ্যে ছিল কি না, তা অবশ্য জানা যায়নি।
সম্প্রতি টাইম পত্রিকার তরফে প্রকাশ করা এ বছরে সারা বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানটি দখল করেছেন শাহরুখ খান। কিছুদিন আগে হওয়া অনলাইন ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন বিশ্বের প্রায় ১২ লাখ মানুষ।
চার শতাংশ মানুষের ভোট পেয়েছেন শাহরুখ। প্রথম স্থানে শাহরুখ জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত এসআরকে ভক্তরা। বলিউড তারকার উর্দ্ধে উঠে একজন আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন কিং খান। তার জনপ্রিয়তার সামনে ফিকে হয়ে গিয়েছেন মেসি, এলন মাস্করাও।