পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে দীর্ঘদিন পর খালেদা জিয়ার ঈদ

Spread the love

দীর্ঘদিন পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যতিক্রম ঈদ করেছেন। কারণ, এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।

ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় তারা ঈদের আনন্দ ভাগ করেছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা ঈদের দিন দুপুরে তার সঙ্গে দেখা করেন। নাতনি, পূত্রবূধসহ ভাই-বোনদের নিয়ে দুপুরের খাবার খান খালেদা জিয়া।

প্রসঙ্গত, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে জাফিয়া ও জাহিয়া। দাদির সঙ্গে ঈদ করতে বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন।

এর প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।