অকালে নিভে যাওয়া বলিউড তারকা দিব্যা ভারতী। মাত্র ১৬ বছর বয়সে বি-টাউনে পা রেখেই জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। অল্প সময়ের মধ্যে নিজের ভিত শক্ত করেছিলেন তিনি। একের পর এক নায়কের সঙ্গে কাজ করছিলেন।
তবে তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আমির খানের। এর খেসারতও দিতে হয়েছে দিব্যাকে। আমিরের দুর্ব্যবহার সইতে না পেরে শৌচাগারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতে হয়েছিল দিব্যাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শোনা যায়, দিব্যার সঙ্গে এক মঞ্চে একসঙ্গে নাচ করতে চাননি আমির। যার জেরে ভেঙে পড়েছিলেন দিব্যা। শোনা যায়, পারফরম্যান্সের মহড়ার সময় নাচের ‘স্টেপ’ ঠিক করছিলেন না দিব্যা। আর সেকারণেই অগ্নিশর্মা হয়েছিলেন আমির।
আমিরের ব্যবহারে দিব্যা এতটাই আঘাত পান যে, কান্নায় ভেঙে পড়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে বাথরুমে বসে অঝোরে কেঁদেছিলেন নায়িকা।
ঘটনাটি ১৯৯২ সালের। সে বছর লন্ডনে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন বলি তারকারা। তাদের মধ্যে ছিলেন আমির ও দিব্যা। সেখানের দিব্যার সঙ্গে বাজে আচরণটি করেছিলেন আমির।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দিব্যা বলেছিলেন, ‘ওর আচরণে খুবই খারাপ লেগেছিল। উনি সিনিয়র। যদি আমরা জুনিয়ররা ভুল করি, তাহলে আমাদের বাদ দিয়ে দেওয়া হবে! ওর উচিত ছিল সঠিক নাচের স্টেপ দেখিয়ে দেওয়া। সিনিয়র হিসাবে আমার ভুলটা ধরিয়ে দিতে পারতেন। সিনিয়র হিসাবে আচরণ করা উচিত ছিল ওঁর, এক জন তারকা হিসাবে নয়।’
এর পরের বছর অর্থাৎ ১৯৯৩ সালে মারা যান দিব্যা। তার অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছিল।