কিসের ইঙ্গিত দিলেন বুবলী?

Spread the love

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি কিংবা ভিডিও পোস্ট করেন নায়িকা। বীরের পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

তবে মঙ্গলবার (৯ মে) রাতে শাকিব খানের এক সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ফের শুরু হয় তাদের নিয়ে আলোচনা। কিন্তু প্রতিউত্তরে বুবলী এখনও কিছু না বললেও গত রাতেই একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগামাধ্যমে। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘বাসায় অন্য কিছু দেখার উপায় নাই শেহজাদ বাবার জন্য। আল্লাহ তোমাকে একজন ভালো মানুষ হিসেবে বড় করার তৌফিক যেন আমাকে দান করে।’

১ মিনিট ৩১ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, ‘বীর শোফায় বসে টিভিতে তার বাবা-মায়ের সিনেমার একটি গানের দৃশ্য মনযোগ দিয়ে দেখছে।’ ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই যথারীতি ভাইরাল হয়ে গেছে।