সত্যিই কি সৌদি ক্লাব আল-হিলালে যাচ্ছেন মেসি?

Spread the love

মেসির পিএাজিতে থাকা না থাকা নিয়ে যেন আলোচনা থামছেই না। এবার আল হিলালের সঙ্গে নাকি আনুষ্ঠানিক চুক্তি করেছেন মেসি, এমনটাই দাবি করছে বার্তাসংস্থা এএফপি। আজ মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। নানা বিষয়ে বনিবনা না হওয়ায় দুই পক্ষই যখন চুক্তি নবায়নে অনাগ্রহী, তখন আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল-হিলাল। সৌদি প্রো লিগের দল আল-হিলাল লিওনেল মেসির জন্য বসে আছে অঢেল অর্থ নিয়ে। ব্যাপারটা এমন, অর্থ কোনো ব্যাপার নয়। শুধু মেসির হ্যাঁ বলার অপেক্ষা। তবে আর্জেন্টাইন মহাতারকা চুক্তির বিষয়ে কিছুই জানাননি।

এএফপির দাবি মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরো দিয়ে চুক্তি করেছে আল-হিলাল। বাংলা টাকায় রূপান্তর করলে যার মূল্য দাঁড়ায় প্রায় চার হাজার ৭২৪ কোটি টাকা। গত সপ্তাহে পিএসজির অনুমতি না নিয়েই মেসি সৌদি আরব সফরে যান। দেশটির পর্যটনদূত হিসেবে গত বছর হিসেবে চুক্তিবদ্ধ আছেন তিনি। এতে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। মেসি সৌদিতে থাকার সময় বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানো তার ফেসবুক ভেরিফায়েড পেজে মেসি ও আল-হিলালের চুক্তি নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ‘মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থের প্রস্তাব দিয়েছে আল-হিলাল এবং সেটি আরও এক মাস আগেই।’

তবে চুক্তি সম্পন্নের গুঞ্জনের বিষয়ে তিনি জানান, মেসি এখনও তার আগের সিদ্ধান্তেই অটল আছেন। যার মানে দাঁড়ায় এবারের মৌসুম শেষ হওয়ার আগে মেসির জন্য সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। যদিও এমন আলোচনার মধ্যেই গতকাল পিএসজির হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। আর পিএসজিও নাকি তার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কথাবার্তা বলছে। হয়তো কয়েকদিনের মধ্যেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে মেসি ইস্যুতে যে এতসহজে সমাধান আসছে না তা বলাই যায়।

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই আল-হিলাল নজর দিয়েছে মেসির দিকে। তবে শেষমেশ কি করেন মেসি, সেদিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা।
লিওনেল মেসি