বিশ্ব মা দিবসে ছেলে শেহজাদের মা বুবলীর অবৈধ সম্পর্কের অভিযোগ নিয়ে হাজির হলেন চিত্রনায়ক শাকিব খান। এক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘এক সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো! হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব?
শকিব বলেন, কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন! আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।’
এসব বিষয় নিয়ে যোগাযোগ করা হলে বুবলী বলেন, ‘তার বক্তব্য দেখে বিস্মিত হয়েছি। সে বাজেভাবে মিথ্যাচার করছে। তার হয়ে কেউ এগুলো ছড়াচ্ছে।’
বেশ কয়েক মাস ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না শাকিব খান ও বুবলী দম্পতির। সম্প্রতি সেই মন্দ সম্পর্ক বেশ জোরালোভাবে আলোচনায় নিয়ে এসেছেন শাকিব। তিনি দ্বিতীয় স্ত্রী বুবলীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন, বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে কোনো কাজও করবেন না তিনি। এরপর সেসব নিয়ে ফেসবুকে মুখ খুলেন বুবলী।
সেই প্রেক্ষিতে আবারও গণমাধ্যমে কথা বলেন শাকিব খান। এক সাক্ষাৎকারে বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছেন এ নায়ক। শুধু তাই নয়, এখনো শাকিবের সঙ্গে তার সম্পর্ক ভালো বলে যে দাবি সেটাও নাকি মিথ্যা।
শাকিব এ প্রসঙ্গে বলেন, ‘আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারও সঙ্গে তার কথাও হয়নি। আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে। শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার নানিই আমার বাসায় নিয়ে আসে। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে।
যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই বাসার সবাই একসঙ্গে খেয়েছি। তারপর শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি।
আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে।’
বুবলীর উদ্দেশ্যে এই নায়ক আরও বলেন, ‘আমি তাকে বলব সে যেন এই নতুন স্ট্যাটাসের নাটক বন্ধ করে। সে বলেছে আমার বিরুদ্ধে সে নাকি মুখ খুলবে, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে যেন মুখ খুলে। আমি তো সন্তানের স্বার্থে মুখ বন্ধ করে তার দেয়া সব মানসিক যন্ত্রণা সহ্য করে আসছি। বেশি বাড়াবাড়ি করলে আর মুখ বুঝে থাকব না। সে ও তার পরিবার আমার সাথে যা করেছে সে সব বিষয়ে মুখ খুলতে সে যেন আমাকে বাধ্য না করে। আমি আবারও তাকে বলছি সন্তানের ভালোর দিকে তাকিয়ে সে যেন এসব নোংরামি বন্ধ করে। আমার জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারেকাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না।’
এসব প্রসঙ্গে জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে।