নোবেল প্রতিদিন ৪ লাখ টাকার মাদক নেন, দাবি প্রাক্তন স্ত্রীর

Spread the love

নোবেল মানেই চর্চা। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। গায়কের স্ত্রী মেহরুনা সালসাবিল মাহমুদের সঙ্গে সম্পর্ক নিয়ে তর্জার শেষ নেই৷ দিনকয়েক আগেই গায়কের সঙ্গে আইনি বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তিনি। যদিও বহুবার নোবেলের সঙ্গে কথা বলে সবটা ঠিক করার চেষ্টা করেছিলেন। নেশা ছাড়লেও সংসার করতে রাজি ছিলেন, কিন্তু রাজি হননি গায়ক। এবার নোবেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন নোবলের প্রাক্তন স্ত্রী৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালসাবিল দাবি করলেন, প্রতিদিন নোবেলের মাদক লাগে প্রায় চার লাখ টাকার। যা শুনে চোখ কপালে উঠেছে ভক্তদের। কোথা থেকে এত টাকা পান, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘নোবেল মঞ্চে ওঠার আগে নিয়ম করে নামাজ পড়ত। এমনকি সারেগামাপার অনুষ্ঠানেও সবাইকে বসিয়ে রেখেও নামাজ পড়েছে। হঠাৎ করে কী করে এতটা বদলে গেল! শারীরিক সমস্যা হলে আলাদা বিষয়, নেশার জন্য ও পুরোপুরি এমনটা হয়ে গেল। আমি নিজেই ওকে চিনতে পারছি না।’

নোবেলকে বিচ্ছেদের নোটিশ পাঠানোর পরই বেড়েছে বিপত্তি। গায়কের প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের পর থেকেই একের পর এক হুমকি ফোন পাচ্ছেন তিনি। বেশি কথা বললে দু-মিনিটের মধ্যে গুম করে দেওয়া হবে তাকে। এমন হুমকি কলও এসেছে একাধিকবার।