সরকার নিজের কারণে নিষেধাজ্ঞায় পড়েছে, আরও পড়বে: নূর

Spread the love

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, যারা গুম, খুন, ভোটাধিকার হরণ করছে তারা নিজের কারণে নিষেধাজ্ঞায় পড়েছে। আরও পড়বে। দেশ ও জনগণের জন্য কাজ করতে গিয়ে সরকার নিষেধাজ্ঞায় পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজনের দায় পুরো বাহিনী নিতে পারে না। এই দায় সরকারের।

শুক্রবার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

নুরুল হক নূর বলেন, বিভিন্ন দেশ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কথা বলছে। এটাকে সাধুবাদ জানাই। সরকার চাইলেও আগের মতো নির্বাচন করতে পারবে না। নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞার মতো ঝামেলায় পড়বে। যা দেশকে ভেনিজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সুতরাং দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এভাবে আন্দোলন চললে আগামী দুই-তিন মাসের মধ্যে সরকারের পতন হবে। এই অবৈধ সরকারের পতনে রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি।

তিনি বলেন, দেশের এই সংকটে বিচারক, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ভাবতে হবে- এই দেশে বাকশাল-ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সমর্থন করবো নাকি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় গণআন্দোলনকে সমর্থন করবো। এদেশে বাকশাল-ফ্যাসিবাদ কায়েম হলে আগামী প্রজন্ম কাউকে ক্ষমা করবে না।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনের পর সরকার অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপিয়েছে। বিদেশিদের কাছে বিরোধীদের সহিংস হিসেবে তুলে ধরেছে। এবারও সেই পুরনো ষড়যন্ত্র করছে। তাই তারা হাত ভেঙে ফেলা, আগুনে পোড়ানোর কথা বলছে। এবার বিরোধী দলসমূহকে বলবো- জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাতে রাজপথে নামুন।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বিপ্লব পোদ্দার, সোহরাব হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান প্রমুখ।