বিমানে বারবার খাবার চাওয়ায় যাত্রীকে পুলিশে সোপর্দ

Spread the love

যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে পুলিশে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী, কেবিন ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁকে পুলিশে দেওয়া হয়। পরে পরিবারের জিম্মায় তাঁকে ছেড়ে দিয়েছে থানা-পুলিশ।

তবে ওই যাত্রীর অভিযোগ, বিমানে খাবার চেয়ে সময়মতো না পেয়ে হট্টগোল করেছেন তিনি। আজ সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানে ওঠা যাত্রীর নাম ফয়েজ আহমদ। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুরের বাসিন্দা।

ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইএ-২০৮ ফ্লাইটে করে সিলেটে আসা যাত্রী ফয়েজ আহমেদ উড়ন্ত অবস্থায় খাবার নিয়ে কেবিন ক্রুদের সঙ্গে অসদাচরণ করেন। পরে তিনি তাঁদের সঙ্গে ধস্তাধস্তিও করেন। তিনি কয়েকজন যাত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন। এতে করে বিমানের যাত্রীরা বিব্রত বোধ করেন। যার কারণে বিমান এয়ারপোর্টে নামার পরে ক্যাপ্টেন অভিযোগ করলে তাঁকে পুলিশে দেয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানের ক্যাপ্টেন আমাদের কাছে অভিযোগ করেছেন বিধায় আমরা ওনাকে পুলিশে দিয়েছি। বাদবাকি কাজ করবে থানা-পুলিশ। শুধু ক্যাপ্টেন না, আরও কয়েকজন যাত্রীও ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ উনাকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা উনাকে জিজ্ঞাসাবাদ করি। উনি একজন ডায়াবেটিসের রোগী। উনি নাকি চারবার খাবার খেয়েছেন। তারপর আবার খাবার চাওয়া নিয়ে কেবিন ক্রুদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিকালে হয়তো কোনো যাত্রীর সঙ্গে একটু সমস্যা হতে পারে। আমরা বিষয়টি ততটা গুরুতর না হওয়ায় একটি জিডি রেখে ওনার পরিবারের জিম্মায় উনাকে ছেড়ে দিয়েছি।’