সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রস্তুত বিজিবি

Spread the love

 

সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২ ডিসেম্বর) ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া, হামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে।

পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিনজন উপ-পরিদর্শককে (সাব-ইন্সপেক্টর) বরখাস্ত করা হয়েছে। এছাড়া, একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

এসপি কিরণ কুমার আরও জানান, এ ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে সিআরপিএফ ও ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এছাড়া, গতকাল ভারতের আসামের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার ‘সনাতনী ঐক্য মঞ্চ’- নামের একটি সংগঠনের বিক্ষোভের মুখে জকিগঞ্জ শুল্ক স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

তার আগে, ভারতীয়দের বিক্ষোভে বুধবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।