অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষক নিহত হয়েছেন অধ্যাপক মাজহারুল তালুকদার (৪৯) নিহত হয়েছেন। তিনি ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার সময় গাড়িতে মাজহারুলের স্ত্রী এবং দুই মেয়েও ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য তৎক্ষণাৎ ক্যানবেরা হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক মাজহারুল তালুকদারের গ্রামের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানায়, রবিবার (৯ ডিসেম্বর) দেশটির গ্যালং শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি থেকে ছিটকে আসা একটি বস্তুর আঘাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বস্তুটি গাড়ির সামনের কাচ ভেঙে মাজহারুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ক্যানবেরায় বাংলাদেশি কমিউনিটি অধ্যাপক মাজহারুল তালুকদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। সূত্র: ডেইলি মেইল