২০২৫ নিয়ে ভয়ের ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের

Spread the love

নতুন বছরের আর দুই মাস নাকি। এই বছরে কি পৃথিবীর ভবিষ্যৎ পাল্টাবে নাকি অতীতের করা ভবিষ্যদ্বাণী সফল হবে? পৃথিবী ধ্বংস হবে? এ নিয়ে বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বানীর কথাই মাথাই আসছে। ২০২৪ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংঘাত আর দুর্যোগের সময়ের বছর হিসেবে কেটেছে।

সম্প্রতি লাইভমিন্টের এক প্রতিবেদনে বাবা ভাঙ্গারই এক ভবিষ্যদ্বাণী এসেছে। ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার। এছাড়া আছে নস্ট্রাডামুস। নস্ত্রাদামুস ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। তারা দু’জনেই একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যার মধ্যে বেশ কিছু মিলেও গিয়েছে। ২০২৫ নিয়ে তারা যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

বাবা ভাঙ্গার বলেছেন, ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটবে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ তো আছেই। এছাড়া অন্য আরও দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাধবে। নস্ত্রাদামুসও বলেছেন, ইউরোপের ভবিষ্যত অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীন কালের মতো আবার প্লেগ ছড়িয়ে পড়বে। অনেক মানুষ মারা যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই প্রকাশ্যে এসেছে বাবা ভাঙ্গার একগুচ্ছ ভবিষ্যদ্বাণী।

তিনি জানান, ২০২৫ সাল থেকে ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছরই পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। তারপরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন তারা। এছাড়াও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। ক্রুয়েল ওয়ার এই শব্দটি উল্লেখ করেছেন তিনি।