কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর?

Spread the love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতের দিকে সবাই প্রায় একইসাথে একটি ফেসবুক পোস্ট দেন।

বেশিভাগই তাদের ফেসবুক পোস্টে, ৩১ ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ একইদিন বিকেল ৩টায় শহীদ মিনারের কথা বলেছেন। তবে সেদিন কী ঘটতে যাচ্ছে, সে বিষয়টি পরিষ্কার করেননি তারা।

সারজিস আলম তার পোস্টে লেখেন, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনার। এখনই সময়, বাংলাদেশের জন্য। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ৩১ শে ডিসেম্বর শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।

জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর লিখেছেন, জুলাই বিপ্লবের ঘোষণা, এখন বা কখনই নয়।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা উল্লেখ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যদের একই রকম পোস্টকে ঘিরে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তাদের কেউ কেউ বলছেন, আগামী ৩১ ডিসেম্বর কোনো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আবার ওই দিন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে মন্তব্য করেছেন অনেকে।