সম্প্রতি মাদককাণ্ডে নাম জড়ায় ছোট পর্দার তানজিন তিশাসহ বেশ কজন অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তিশা। সম্প্রতি সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয় নিয়ে তিনি বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই, যে যাচাই-বাছাই না করে, সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না।
অভিনেত্রী আরও বলেন, যাচাই বাছাই না করে কোনো শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশন করা উচিৎ নয়। আমাদেরও পরিবার আছে। এ ধরনের সংবাদের কারণে আমাদের পরিবারকে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আমার বাবা বেঁচে নেই। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন এ ধরনের মিথ্যা গুজব সহ্য করতে পারতেন না। এ সময় তিনি তার বাবার উদ্দেশ্যে তার প্রাপ্ত পুরষ্কার উৎসর্গ করে নতুন বছরে সবার জন্য শুভকামনা জানান। শনিবার জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ঢাকা শেরাটনের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।