বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে, সিনেমার কিছু দৃশ্য নিয়ে তাকে নিন্দার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে, তৃপ্তির চরিত্রে রণবীর তাকে জুতা চাটতে বলেছিলেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, ‘নারীবিদ্বেষী’ সিনেমায় কেন কাজ করেছেন তৃপ্তি?
সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি বঙ্গা, এবং এতে নারীদের অসম্মান করার অভিযোগ উঠেছিল। কিন্তু তৃপ্তি দিমরি সাফ জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’ মোটেও নারীবিদ্বেষী সিনেমা নয়। তার মতে, “আমি কখনো কোনো সিনেমাকে নারীবিদ্বেষী হিসেবে দেখি না। বুলবুল বা কালা সিনেমাতে যখন কাজ করেছি, তখনও আমি এমন কোনো ভাবনা করিনি। আমি চরিত্রের ওপর বিশ্বাস রেখে কাজ করেছি।”
তিনি আরো বলেন, “‘অ্যানিম্যাল’-এর অফার পেয়ে, আমি পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম। তখন পরিচালক আমাকে পুরো সিনেমার পরিবর্তে শুধুমাত্র আমার চরিত্রের সম্পর্কে জানিয়েছিলেন। এটির জন্য আমি রাজি হয়েছিলাম কারণ এটি নতুন একটি চরিত্র ছিল, যা আগে কখনো করার সুযোগ পাইনি।”
তৃপ্তি জানান, তার চরিত্রটি সাদাসিধে হলেও, এর মধ্যে গোপন প্রতিশোধের মনোভাব লুকানো ছিল, এবং এটি বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, “এটি একটি কঠিন চরিত্র ছিল, তাই আমি কাজে নামলাম।” সূত্র: হিন্দুস্তান টাইমস