অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক

Spread the love

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্র থেকে ‘এফভি কুলসুমা’ নামে একটি মাছ ধরার নৌকা আটক করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল মাছ ধরার নৌকা এফভি কুলসুমা। এটিরর সন্দেহজনক গতিবিধি দেখতে পায় নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয়। সঙ্গে সঙ্গে মাছ ধরার নৌকাটির কাছে পৌঁছায় নৌবাহিনী। পরে এর গতিপথ রোধ করা হয়।

আইএসপিআর জানায়, নৌকাটি তল্লাশি করে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। তাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে।

জানা গেছে, আটক হওয়া সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক। নৌকাটি (৮ এপ্রিল) মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক হওয়া নৌকাটি ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের সেন্টমার্টিনের কোস্ট গার্ড স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।
রোহিঙ্গা আটক নৌবাহিনী