র‌্যাবকে নিয়ে ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেওয়া যুবক গ্রেপ্তার

Spread the love

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার তয়াছির বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইলে সহকারী কমিশনার তয়াছির বাবু বলেন, ‘নাফিজের বিরুদ্ধে পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রবিবার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।’ ইতোমধ্যে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তিনি জানান, গ্রেফতারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের বোতল এবং একটি মোটরবাইক জব্দ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। সে সময়ও নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব।