কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল এবং কমিউনিস্ট পার্টির নেতাদের নেতৃত্বে হাজার হাজার কিউবান গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে মিছিল করেছে।
সোমবার কিউবার রাজধানী হাভানায় মিছিল করে তারা।
কিউবায় বসবাসরত প্রায় ২৫০ ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা একটি বড় ব্যানার বহন করছিল যাতে লেখা ছিল ‘স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’। মিছিলে প্রেসিডেন্ট এবং তার সহযোগীরা ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরেন।
মিছিলে যোগদানকারী ২০ বছর বয়সী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিশেল মারিনো বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখানে ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি এবং তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরাইল যে গণহত্যামূলক ক্রুসেড অনুশীলন করছে তার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে এসেছি।
ইসরাইলের ওপর হামাসের নৃশংস হামলার বার্ষিকীতে এই মিছিলটি হওয়ার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে কিউবা এবং ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন মিল্টনের কারণে এটি স্থগিত করা হয়েছিল।
সূত্র : বাসস