কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

Spread the love

দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনা ও খেলাপি ঋণের চাপের কারণে কিছু কিছু ব্যাংকে সমস্যা হলেও কোনোটি বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে নিজ দপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, “ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন সিমটম দেখে সংস্কারের পদক্ষেপ নিচ্ছি। ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স করাপ্ট ছিল। কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক দেশের বিগেস্ট ব্যাংক, এটা কিন্তু ফিরে আসার পথে। কিছু ব্যাংক হয়ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না।

“ব্যাংকিং খাতে সংস্কারগুলো মানুষের কল্যাণের জন্য এবং দীর্ঘস্থায়ী সুবিধার জন্য। এমন না যে আমরা আবার টাকা ছাপিয়ে দিয়ে দিলাম। তারা (বিগত আওয়ামী লীগ সরকার) তো মহা আনন্দে টাকা ছাপিয়েছে।”

অর্থ উপদেষ্টা বলেন, “আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গা দিয়ে হাঁটব, যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরবর্তীতে যারা আসবেন, তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি বলেন, “আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে। আমাদের অর্জন খুব একটা খারাপ না। বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা।”

এনবিআরের আধুনিকায়ন পরিকল্পনার কথা জানিয়ে সাবেক গভর্নর সালেহ উদ্দিন বলেন, “এনবিআরের সিস্টেমটা অতটা আধুনিক নয়; হয়ত কাস্টমসে কিছুটা আধুনিকায়ন হয়েছে। সিস্টেমটা যদি অটোমেটেড হয়, তাহলে ভ্যাট কালেকশন, আয়কর কালেকশন, কাস্টম ডিউটি কালেকশন সহজ হবে।

“এবার ই রিটার্ন নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার লাখ ই রিটার্ন চলে আসছে। কোম্পানির ইরিটার্ন নিতে সময় লাগবে। ব্যবসায়ীরা এনবিআরকে একটু ভীতির চোখে দেখে। অটোমেটেড হলে সবকিছু হবে স্বচ্ছ।”

অন্যদের মধ্যে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।