স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা বিশেষ কিছু রাষ্ট্রদূতকে নজরদারিতে রাখি। তারা কোথায় যাচ্ছেন কী করছেন, তাদের নিরাপত্তা দিতে হয়। তাদের নিরাপত্তার কোনো ঘাটতি থাকে না।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘হেনেস্তা’র বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আমার নির্বাচনী এলাকার ঘটনা। আমরা জানতাম না তিনি একটি বাসায় যাবেন। রাষ্ট্রদূত বলেছেন, জানাজানি হয়েছে কিন্তু আমরা সেটা জানতাম না। সেদিন জানার পর রাষ্ট্রদূতের নিরাপত্তার জন্য পুলিশ তাৎক্ষণিক গেছে। তার আসা যাওয়ায় বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশ সজাগ ছিল। আমরা রাষ্টদূতের জন্য যথেষ্ট নিরাপত্তা দিয়ে থাকি।
তিনি বলেন, সেজন্য মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে করি না। ভুল বোঝাবুঝির যায়গা থেকে হয়েছে। সেখানে এমন কিছু হয়নি যে নিরাপত্তা বিঘ্নিত হবে।
জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অন্য দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। আগামী নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দেশবাসীও প্রত্যাশা করছে, আমরাও সেটা চাচ্ছি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কে কী করলো সেটা বিষয় না। তারা নির্বাচনে আসবে কি আসবে না, সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের কথা হলো মিছিল মিটিং করবেন কোনো বাধা নাই। আইনশৃঙ্খলা বিনৃষ্ট করে জনগণকে জিম্মি করে কিছু করলে তাদের দায়িত্ব নিতে হবে।
রাজনৈতিক নেতাদের ‘খেলা হবে’ হবে বক্তব্য নিয়ে তিনি বলেন, এটা যার যার রাজনৈতিক স্লোগান।
এর আগে সকালে রাজশাহীর বাঘা উপজেলায় আনসার ভিডিপির নতুন ভবনের উদ্বোধন করেন আসাদুজ্জামান খান। সেখানে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। যারা অরাজকতার চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আনসার একটি বেটার বাহিনী। তারা সরকারকে সহযোগিতা করছে। আমরা সব যায়গায় পুলিশ দিতে পারি না। কিন্তু আনসার বাহিনী দিয়ে কাজ করা হয়।